বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি

নিরঞ্জন কুমার সাহা: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপি শারদীয় দূর্গোসবের পরিসমাপ্তি ঘটল। আজ মঙ্গলবার ক্ষণ বিদায় জানিয়ে ঢাক-ঢোল বাজিয়ে নেচে-গেয়ে আরতীর পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিন ব্যাপি হিন্দু ধর্মালম্বীদের প্রধান এ উৎসবের সমাপ্তি ঘটে ।

প্রতিমা বিসর্জনের আগে হিন্দু ধর্মালম্বী নারীরা দূর্গতি নাশীনি দেবী দূর্গাকে সিঁদুর দান করেন । এরপর হিন্দু বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর দানের অপরূপ খেলায় মেতে উঠে । সে এক অপরূপ দৃশ্য । এ মনোমুগ্ধকর দৃশ্য দেখে অভিভূত হয় আগত ভক্ত ও দর্শণার্থীরা ।

এবার সারা দেশের ন্যায় মানিকগঞ্জে ৫ শ ৪৮ টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দূর্গোৎসব । এটি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । এবার হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা যাতে বিসর্জনের মধ্য দিয়ে নির্বিঘ্নে সমাপ্ত হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যক র্্যাব, পুলিশ ও আনসার সদস্য নিরলসভাবে কাজ করেছেন । এ সকল নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যাবস্থা ।

এবার দেবীর আগমন ঘটেছিল ঘটকে, গমন হয়েছে ঘটকেই ।

এবার দূর্গোৎসবে মানিকগঞ্জ র‍্যাব-৪ এর কোম্পানী কমান্ডার আরিফ হাসান প্রতিটি দূর্গা মন্ডপে ফল-ফুল উপহার দেন এবং পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিকে শারদীয় দূর্গা পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত যেকোনো অপ্রীতিকর ঘটনা র‍্যাবকে জানাতে অনুরোধ করেন এবং জানালে তৎক্ষনাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তাদের আশ্বস্ত করেন। এতে পূজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীবৃন্দ র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশ্বস্ত হন।

ইতোমধ্যে সকল পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদকদের রাত ৯ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে বলেছেন পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাবৃন্দ ।

এবার সরকারীভাবে প্রত্যেক পূজা মণ্ডপে দূর্গা পূজা উপলক্ষে পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পদকের অনুকূলে ৮০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছিল । এ ছাড়া মানিকগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠ শিল্পী মমতাজ বেগম ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় দলের সাবেক ক্রিকেট অধিনায়ক এ এম নাঈমূর রহমান দূর্জয় নিজ নিজ এলাকায় পূজা মণ্ডপে সহায়তা ও পরিদর্শন করেছেন এবং নির্বিঘ্নে যাতে সকল প্রতিমা বিসর্জন দিতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ।
ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ মেরাজ উদ্দিন জানান পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্ন করতে এবং আগত ভক্তদের জেলা শহরে প্রবেশে ও যান চলাচল স্বাভাবিক রাখতে- অবৈধ যানবাহন নিয়ন্ত্রনে পূজা শুরুর দিন থেকে আজও বিশেষ অভিযান অব্যাহত আছে ।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা জানান প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবার জেলায় প্রায় সাড়ে ৫ শ দূর্গা পূজার আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে । বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । এখানে সকল ধর্মের লোক শারদীয় দূর্গোৎসবে সহযোগিতা করেছে । তারপরও এবার শারদীয় দূর্গা পূজায় শুরু থেকে প্রতিমা বিসর্প্রজন পর্যন্ত প্রশানের পক্ষ থেকে সার্বিকভাবে নিরাপত্তা প্রদানের ব্যাবস্থা করা হয়েছে । এখনও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।

Scroll to Top