মানিকগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার নিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার)।
রোববার বিকেলে ঘিওর কেন্দ্রীয় কালিবাড়ী নাট মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপে বাহারি রকমের ফুল, পোশাক ও ফলের শুভেচ্ছা উপহার বিতরণের মাধ্যমে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরপর তিনি ঐতিহ্যবাহী বানিয়াজুরী মালাকার বাড়ি দুর্গোৎসবের মন্টপ, ঘিওর সদর, বালিয়াখোড়া ইউনিয়নের বিভিন্ন দূর্গা মন্টপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, জেলার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে পুলিশ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যে কোন প্রয়োজনে পুলিশকে তথ্য দিলে, সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল ) মারুফা নাজনীন, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আমিনুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ প্রমুখ।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আমিনুর রহমান বলেন, এবার ঘিওর উপজেলায় ৮১ টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ভিডিপি ও স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।