অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের বাসের ধাক্কায় একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার রহমান সিএনজি সংলগ্ন ভাটবাউর এলাকায় বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পাথরাইল গ্রামের মৃত পরেশ চন্দ্র মদকের ছেলে মহাদেব চন্দ্র মোদক (৫০), ও আব্দুল সালাম এর স্ত্রী হেনা আক্তার (৫০),বাগজান গ্রামের মুনছুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) এবং ভাটবাউর এলাকার আব্দুল মোত্তালেবের ছেলে জাহিদ (৩৪)
নিহত সকলে মানিকগঞ্জ সদর থানার বাসিন্দা।
এ ঘটনায় দুর্ঘটনা কবলিত লেগুনা গাড়িটি এবং ঘাতক বাসটি উদ্ধার করে গোলড়া হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
গোলড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সুকেন্দু বসু জানান, ঢাকাগামী লেগুনা গাড়ি নং-১১.০২৫৫ টি যাত্রী নিয়ে ঘাটনাস্থলে যাত্রী নামানোর সময় ঢাকা গামী ঢাকা মেট্রো স ১৪-০৩০৮ এর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালনা করিয়া পেছন থেকে ধাক্কা দিলে লেগুনা গাড়িটি পাশের খাদে পানির মধ্যে পড়ে যায়।
তিনি আরো জানান, আকিজ ট্রেক্সটাইলের ঢাকা মেট্রো স ১৪-০৩০৮ পরিবহনের অজ্ঞাত নামা চালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত গারিটি,এবং ঘাতক বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অফিসার ফোর্স কাজ করছে।এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সড়কে যান চলাচল স্বাভাবিক চলমান আছে।