মানিকগঞ্জে রথ যাত্রা ও ৭দিনব্যাপী মেলা

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় আচারের মধ্যদিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেবের ৭ দিনব্যাপি রথযাত্রা উৎসব ও মেলা।

মঙ্গলবার দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে রথটান শুরু করা হয়। এসময় মনের আশা পূর্ন করার লক্ষ্যেন জগন্নাথদেবের উদ্দেশ্যে উলুধ্বনি সহ ভক্তরা চিনি-কলা অর্পণ করে। রথযাত্রায় অংশ নেয় সনাতন ধর্মালম্বী কয়েক হাজার নারী-পুরুষ।

আয়োজকরা জানান, সাতদিন পর উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হবে। আর এই ৭দিন কালিবাড়ি নাট মন্দিরে চলবে গ্রামীন মেলা। মেলায় মুখরোচক খাবার,শিশুদের খেলনা,মাটির তৈরী পণ্য সহ নানা উপকরণের পসরা বসিয়েছে দোকানীরা।

Scroll to Top