নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় আচারের মধ্যদিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেবের ৭ দিনব্যাপি রথযাত্রা উৎসব ও মেলা।
মঙ্গলবার দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে রথটান শুরু করা হয়। এসময় মনের আশা পূর্ন করার লক্ষ্যেন জগন্নাথদেবের উদ্দেশ্যে উলুধ্বনি সহ ভক্তরা চিনি-কলা অর্পণ করে। রথযাত্রায় অংশ নেয় সনাতন ধর্মালম্বী কয়েক হাজার নারী-পুরুষ।
আয়োজকরা জানান, সাতদিন পর উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হবে। আর এই ৭দিন কালিবাড়ি নাট মন্দিরে চলবে গ্রামীন মেলা। মেলায় মুখরোচক খাবার,শিশুদের খেলনা,মাটির তৈরী পণ্য সহ নানা উপকরণের পসরা বসিয়েছে দোকানীরা।