মাতৃমৃত্যু রোধে কর্মশালা

মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর: মানিকগঞ্জের হরিরামপুরে মাতৃমৃত্যুহার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা ও আলোচনা সভায় জেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক কুতুবউদ্দিন চৌধুরী, মেডিকেল অফিসার নাসরুল্লাহ বক্তব্য রাখেন।

এসময় হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সুতালড়ি ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহিদুল ইসলাম মাহি,  পার্টনার্স ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) এর প্রতিনিধি আনিকা হোসেন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে হরিরামপুরের বিভিন্ন ইউপি  চেয়ারম্যান, কিশোর-কিশোরী,  শিক্ষক, সাংবাদিক, গর্ভবতী মহিলা, তাদের পরিবারের সদস্য,পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্যকর্মীসহ মোট ৮৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

Scroll to Top