মাহিদুল ইসলাম মাহি:মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) আয়োজনে “মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ” ভূমিকা শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে এনপিআই হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মানিকগঞ্জ শাখার পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন।
অনুষ্ঠানে এনপিআই এর অধ্যক্ষ প্রকৌশলী শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান ।
এসময় প্রতিষ্ঠানটির ফার্মগেট, ঢাকা শাখার অধ্যক্ষ প্রকৌশলী নির্মল চন্দ্র সিকদার, এনপিআই পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদরীস আলী, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আব্দুর রেজ্জাকসহ বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এনপিআই মানিকগঞ্জ ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।