দাবি আদায় না হলে আন্দোলনের হুমকি, শিক্ষা ক্যাডারদের

শিক্ষা ক্যাডারদের ন্যায্য দাবিসমূহ দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ২ অক্টোবর সারাদেশের কর্মবিতরি পালন করা হবে। একই সাথে ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত টানা তিনদিনের কর্মবিতরি পালনের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

নিজস্ব প্রতিবেক: মানিকগঞ্জে বিসিএস শিক্ষা ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ের জন্য সংবাদ সম্মেলন করেছেন জেলা বিসিএস শিক্ষা সমিতি।

মঙ্গলবার দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিসিএস শিক্ষা ক্যাডারের ন্যায্য বিভিন্ন দাবিসমূহ আদায়ের জন্য সংবাদ সম্মেলন করেন তারা।

জেলা বিসিএস শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ মো.আবু বকর ছিদ্দীক মোল্লা, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহাবুবুর রহমান ও সরকারী দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.শরিফুল ইসললাম, সহযোগি অধ্যাপক গিরেন্দ্র রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো.আবু বকর ছিদ্দীক মোল্লা বলেন, সাত হাজার শিক্ষকের পদোন্নতি বন্ধ আছে ২ বছর এবং পদ-সৃজনের কাজ আটকে রয়েছ  দীর্ঘ ৯ বছর। ষোল বিসিএস কর্মকর্তা উনত্রিশ বছর চাকুরি করেও অধ্যাপক হতে পারছেন না। এর আগে শিক্ষা উপমন্ত্রী আমাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন করা হচ্ছে না।  প্রধান মন্ত্রী  সকল ক্যাডারের জন্য সুপারনিউমারারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের নির্দেশ দিলেও তা পালিত হয়নি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের নির্দেশ দিয়েছেন বারবার কিন্তু সে নির্দেশনা মানা  হচ্ছে না।  

পাঁচশ বারোটি পদে শিক্ষা ক্যাডারে লোক না হয়েও শিক্ষা ক্যাডারে গ্রাস করছে অদক্ষ অপেশাদাররা। শিক্ষা ক্যাডারে তফসিল বর্হির্ভূত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি চুরান্ত করা হয়েছে। এটি সুস্পর্ট শিক্ষা ক্যাডারের অস্তিত্বের উৃপর আঘাত। শিক্ষা ক্যাডারকে অন্ধকারে রেখে এই বিধি করার এখতিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নেই। এটা শিক্ষা ক্যাডার বিরোধী।

শিক্ষা ক্যাডারদের ন্যায্য দাবিসমূহ দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ২ অক্টোবর সারাদেশের কর্মবিতরি পালন করা হবে। একই সাথে ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত টানা তিনদিনের কর্মবিতরি পালনের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

Scroll to Top