পৌরসভার মার্কেট ও গ্যারেজ দখলের অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার জেলা পরিষদ চেয়ারম্যানের

পৌরসভার মার্কেট ও গ্যারেজ দখলের অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার জেলা পরিষদ চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক: পৌরসভার মার্কেট ও গ্যারেজ দখলের অভিযোগে জেলা পরিষদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রমজান আলী।

বৃহস্পতিবার দুপরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রহমান,প্যাণেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. উজ্জল হোসেন, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু মো. নাহিদ ও সংরক্ষতির নারী সদস্য জেসমিন আক্তার সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদ সম্মেলনে মেয়র মো. রমজান আলী লিখিত অভিযোগ করেন, ঢাকা ডিস্ট্রিক্ট বোর্ডের কাগজপত্র অনুযায়ী বেউথা রাস্তার পাশে  বান্দুটিয়া মৌজার  এর এস  দুই নম্বর খতিয়ানে  ১১৫৩ থেকে  ১১৫৪ নম্বর দাগে  ৮ দশমিক  ২৬ শতাংশ  জমি তাদের দখলে ছিল। সেই অনুযায়ী পৌরসভা  ২০২১ সালের জুলাই মাসে ৭২ লাখ টাকা ব্যায়ে মার্কেট ও গ্যারেজ নির্মান করেন। সেই সময় থেকে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দিন ও প্রধান নির্বাহী ক্ষমতার অবব্যবহার করে জমিটি তাদের দাবী করে দখলে নেওয়ার পায়তারা করে আসছেন।  এটি নিয়ে পাল্টা-পাল্টি মামলা হয়েছে। সেই মামলা এখনো চলমান আছে। জমিটি পৌরসভার হওয়ায় তা গ্যারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতকাল বুধবার জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিনের নির্দেশে জেলা পরিষদের কর্মচারীরা মার্কেট ও গ্যারেজে তাঁলা লাগিয়ে দিয়েছেন এবং জমিটি জেলা পরিষদ দাবী করে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছেন।  

মেয়র আরো অভিযোগ করেন, পৌর কতৃপক্ষকে অবগত না করে হঠাৎ করে গাড়ি রাখার গ্যারেজ তাঁলা দেওয়ায় সেখানে তিনটি ময়লার গাড়ি আটকে পড়েছে। ময়লার গাড়ি আটকে থাকায় পৌর শ্রমিকরা শহরের বাসা-বাড়ি এবং রাস্তা ঘাটের ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে নিতে পারছে না। এতে শহর অপরিস্কার থাকা সহ বাসা-বাড়ির ময়লায় ফেলা নিয়ে অনিচ্চত দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা পরিষদ কতৃপক্ষকে বার বার অবগত করা হলেও তালা বিষয়টি কোন ভাবে আমলে নিচ্ছে না। আমি পৌর পিতা হিসেবে বিষয়টি পৌরবাসিদের জানাতে বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সংবাদ সম্মেলন শেষে পৌর পিতা হিসেবে পৌরবাসির স্বার্থে গ্যারেজের তালা ভেঙ্গে পৌর এলাকার বাসা বাড়ির ময়লা পরিবহনে ব্যবহৃত তিনটি গাড়ি বের করা হবে বলে জানান তিনি। পরে তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে নিয়ে জেলা পরিষদের দখলে নেওয়া মার্কেট ও গ্যারেজের তালা ভেঙ্গে তিনটি ময়লার ফেলার গাড়ি বের করেন।

এদিকে পৌরসভার মেয়র মো. রমজান আলীর এমন অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন। তিনি বলেন, ঢাকা ডিস্ট্রিক্ট বোর্ড বোর্ডের নামের রেকর্ডভুক্ত হওয়ায় ওই জমির মালিক পৌ্রসভা নয়, কাগজপত্র অনুযায়ী ওই জমির মালিক মানিকগঞ্জ জেলা পরিষদ। এরপর পৌরসভার মেয়র মো. রমজান আলী ক্ষমতার অপব্যবহার করে জেলা পরিষদের জমিতে গ্যারেজ ও মার্কেটে নির্মান করে ব্যবহার করা দুঃখজনক। তবে মার্কেট ও গ্যারেজে তালা দেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, আমি নতুন হওয়ায় বিষয়টি আমার জানা নেই। যদি জমিটি নিয়ে আদালতের কোন নির্দেশ থাকে সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তবে আমি আপনার কাছে বিষয়টি জানতে পারলাম এখন খোঁজ নিয়ে দেখছি

Scroll to Top