মানিকগঞ্জে বিভিন্ন হাসপাতালে ১৩৪ জন ডেঙ্গু রোগী

মানিকগঞ্জে বিভিন্ন হাসপাতালে ১৩৪ জন ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩৮ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৪ জন রোগী। 

বুধবার (৯ আগষ্ট) সকাল সোয়া ১০ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৫৪ জন,কর্নেল মালেক মেডিকেল কলেজে ৩৩ জন, মুন্নু মেডিকেল কলেজে ১৭ জন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০ জন। 

Scroll to Top