স্টাফ রিপোর্টার: দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ৪৮ হাজার ৫৮২ জন।
শনিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৭০ জন, ঢাকা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ১১২ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ১৪৬ জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৩৯৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৭৪ জন; আর ২ হাজার ৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৭ হাজার ৮৪৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭৩৫ জন।
অক্টোবরের ১৯ দিনে ১৭ হাজার ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৭৮ জনের। এর আগে সেপ্টেম্বর মাসে দেশে সবচেয়ে বেশি ১৯ হাজার ২৪১ জন রোগী ভর্তি হয়েছে। ওই মাসেই সবচেয়ে বেশি ৮৩ জনের মৃত্যু হয়েছে।