স্টাফ রিপোর্টার: বিগত আওয়ামী সরকারের আমলে যেসব বিচারপতি বিচার আসনে বসে দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাদের পদত্যাগের দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণ চওয়া হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) স্মারকলিপি প্রদানের পূর্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। সাধারণ আইনজীবীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ, সৈয়দ মামুন মাহবুব, এম সারোয়ার হোসেন, কাজী জয়নাল আবেদীন ও জুলফিকার আলী জুনুসহ অর্ধশতাধিক আইনজীবী। মানববন্ধন থেকে দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানানো হয়।
অন্যথায় আগামী ১৮ অক্টোবর এসব বিচারপতিদের ছবিসংবলিত নামের তালিকা প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি শেষে আইনজীবীদের একটি প্রতিনিধিদল বিচারপতিদের অপসারণে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেন।
এতে বলা হয়, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের মধ্য দিয়েই আমরা আপনাকে বিচার বিভাগের অভিভাবক হিসাবে পেয়েছি। নতুন বাংলাদেশে বিগত ফ্যাসিবাদী সরকারের সমর্থক বিচারকরা যখন বিচার আসনে বসে থাকেন তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এসব বিচারকদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। যদি তা না করেন তাদের অপসারণ করা উচিত। যাতে করে ‘জুলাই বিপ্লবে’ প্রাণ উৎসর্গকারীদের জীবন অর্থবহ হয়ে ওঠে।