মানিকগঞ্জে কবুতরের প্রতিযোগিতায়, লাখ টাকা পুরস্কার

মানিকগঞ্জে কবুতরের প্রতিযোগিতায়, লাখ টাকা পুরস্কার

সত্য সংবাদ ডেক্স: মানিকগঞ্জে ঢাকার ফরিদাবাদের “এক ঝাক পায়রা অর্গানাইজেশন” এর আয়োজনে কবুতরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৮ ফেব্রুয়ারী) সকাল ৭টায় শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১৯ জন প্রতিযোগীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় শতশত কবুতরের লড়াইয়ে বিজয়ীকে ১লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে বলে জানায় আয়োজক কমিটি।

আয়োজন কমিটির সদস্য ইমতিয়াজ খান আবির বলেন, “ফরিদাবাদের একটি ক্লাব ” এক ঝাক পায়রা অর্গানাইজেশন” মুলত এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এখানে মোট ১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। বিজয়ীকে ১লাখ টাকা পুরস্কার দেয়া হবে। পর্যায়ক্রমে অন্যদেরও পুরস্কার দেয়া হবে। আমরা এই প্রতিযোগিতা ৫দিন ব্যাপী দেশের বিভিন্ন স্থানে করছি। আমাদের এখানে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন ধরনের কবুতরের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছি”।

Scroll to Top