মাদরাসা দারুল উলূম মানিকগঞ্জের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খাব্বাব হোসেন ত্বহা: মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাদ্রাসা দারুল উলূমের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

“আল জালীল ছাত্র কাফেলা” কতৃক আয়োজিত দুইদিন ব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ। 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল ক্বারী ইমরান আলী শিকদার, শিক্ষা সচিব মুফতি নাঈম হাসান, সহকারী শিক্ষা সচিব মুফতি ওয়াসিফুল ইসলাম, দারুল ইক্বামা মুফতি মুঈনুল ইসলাম, প্রাক্তন জেনারেল শিক্ষক শামীম রেজা সহ দারুল উলূমের সকল শিক্ষকমন্ডলী। 

প্রায় আড়াই শতাধিক প্রতিযোগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বর্ণাঢ্য আসরে প্রায় এক ডজন ইভেন্টে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা পর্ব। উক্ত সংগঠনটি প্রতিবছরই আয়োজন করে থাকে বর্ণাঢ্য বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ইভেন্টে হিফজুল কুরআন, হিফজুল হাদিস, আরবি-বাংলা বক্তৃতা, হুসনুস সওত[সুললিত কুরআন পাঠ], হামদ-নাত, আযান, আসমাউল হুসনা ও সাধারণ জ্ঞান সহ  ছিলো আরো বিভিন্ন পর্ব। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলো ‘সবাই মিলে মান বাঁচাও’ ও ‘কুইজ-ড্র’। 

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ বলেন, প্রতিষ্ঠানটি কোলাহলমুক্ত পরিবেশে পরিচালিত। পরিপাটি-গোছালো ও সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় বদ্ধপরিকর আধুনিক দ্বীনি শিক্ষালয় “মাদরাসা দারুল উলূম মানিকগঞ্জ”। পুঁথিগত বিদ্যা ও গদবাধা পড়াশোনার পাশাপাশি যুগ চাহিদা মেটাতে ছাত্রদের মেধা-মনন বিকাশে আমাদের প্রতিষ্ঠানটি বরাবরই ঋদ্ধহস্ত। প্রতিষ্ঠানটির শুরু থেকেই অত্যন্ত দক্ষতার সাথে আমরা কাজ করে গেছি যার দরুন বিভিন্ন মহলে আমরা প্রশংসিত হয়েছি। বর্তমানে আমরা একটি আধুনিক মাদ্রাসার স্বপ্ন দেখছি।

ইভেন্টের দ্বিতীয়দিন আনুষ্ঠানিক দোয়া ও নছিহত এর মাধ্যমে সমাপ্ত হয় এ বছরের নান্দনিক আয়োজন।

Scroll to Top