মনোনয়নপত্র জমা দিলেন এসএম জাহিদ

মনোনয়নপত্র জমা দিলেন এসএম জাহিদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর-দৌলতপুর-শিবালয়)মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠিনক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ (এসএম জাহিদ) মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর)দুপুরে নেতাকর্মী ও নিজ গ্রামের মুরুব্বীদের নিয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে এসএম জাহিদ বলেন, আমি ব্যক্তিগত ভাবে ঘিওর-দৌলতপুর-শিবালয়ে করোনাকালীন সময়ে অসহায়দের চাল, ডাল, তেলসহ নগদ অর্থও দিয়েছি, শীতার্ত, নদী ভাঙ্গন, বন্যা কবলিত, গরীবদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত্রদের সহযোগিতা করেছি। আমার সাথে ঘিওর-দৌলতপুর-শিবালয়ের আওযামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও তিন উপজেলার সর্বস্তরের মানুষ রয়েছে।

চরাঞ্চলে আমার জন্ম স্থান হওয়ায় সেই সুবাধে আমার বিশাল ভোট ব্যাংক রয়েছে। আমি বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে ছিলাম এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার চেস্টা করেছি, পাইনি। ঘিওর-দৌলতপুর-শিবালয়ের আওযামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও তিন উপজেলার সর্বস্তরের মানুষের দাবির মুখে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে।

তিনি দৌলতপুর-ঘিওর-শিবালয় নির্বাচনী এলাকায় গত কয়েক বছর যাবৎ গ্রামগঞ্জে, হাট-বাজারে, সভা সমাবেশ, উঠান বৈঠক ও ব্যাপক গনসংযোগ করে সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বলে তিনি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক ফরহাদ হোসেন (ভিপি ফরহাদ), দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল প্রমুখ।

Scroll to Top