নিজস্ব প্রতিবেদক: মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মানিকগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিংগাইর উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের কাছে তার মনোনপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২:৩০ মিনিটে তার সমর্থকদের নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দান শেষে মুশফিকুর রহমান খান হান্নান বলেন, দীর্ঘদিন যাবৎ জনগণের পাশে ছিলাম, জনগণ আমাকে ভোট দিয়ে আমার পাশে থাকবে বলে আমি আশাবাদী।