নিজস্ব সংবাদদাতা: মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার রেহেনা আক্তারের কাছে তার মনোনপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দান শেষে সংসদ সদস্য মমতাজ বেগম সাংবাদিকদের বলেন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী করে ইনশাল্লাহ নৌকার বিজয় হবে।
এছাড়া মনোনয়নপত্র জমা দান শেষ দিনে মানিকগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী,জাতীয় পার্টিসহ স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।