রাজবাড়ী-২আসনের সংসদ সদস্য পাংশা-কালুখালী-বালিয়াকান্দিসহ ৩টি উপজেলাতেই বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রাজবাড়ী-২-আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে ৬ষ্ট বারের নৌকার প্রার্থী পাংশা উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩০নভেম্বর বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনের পাশে বাবা মায়ের কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করে যাত্রাশুরু করেন এবং পাংশা শহরের হযরত শাহ জুঁই (রহঃ)মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যক্রমের জন্য ৩টি উপজেলাতে রওনা দেন। প্রথমে দুপর সাড়ে ১২ টায় প্রস্তাবকারী ও সমর্থনকারীদেরকে নিয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। ১টা ৩০মিনিটে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা-আল-মামুনের কাছে মনোনায়ন পত্র জমা দেন। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ রফিকুল ইসলামের কাছে মনোনায়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাষ্টার,পাংশা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সহ-সভাপতি সামছুল আলম মৃধা,বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলার পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটু, পাংশা সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পি পিএস সাকের জামান, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল হাকিম রুমি, সদস্য সচিব মোঃ মুনছুর আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল আল মামুন,পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগন, সাবেক অধ্যক্ষ মাওলানা মীর আব্দুল বাতেন, অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, অধ্যক্ষ আবু মুসা আশয়ারীসহ প্রমূখ।
পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাসহ ৩টি উপজেলাতেই মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ করে বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সঙ্গে সৌজন্য সাক্ষত করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। মনোনয়নপত্র দাখিল শেষে রাজবাড়ী-২-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি জানান, সকল নেতা কর্মীকে নৌকার পক্ষে ঐক্যবন্ধ হয়ে নৌকায় ভোটদিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হবে এবং সেই সাথে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নৌকায় ভোট প্রার্থনার আহবান জানান রাজবাড়ী-২-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।