মানিকগঞ্জে লুন্ঠিত মালামাল সহ ১০ ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জে লুন্ঠিত মালামাল সহ ১০ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:  লুন্ডিত মালামাল সহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে জেলার সিংগাইর থানা পুলিশ। ডাকাতি সংঘটিত হওয়ার ৯ দিনের মাথায় এই আন্তঃজেলা ডাকাতদের গ্রেফতার করা হলো।

গত ১৯ নভেম্বর সিংগাইর থানান গাজিন্দা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এই ঘটনায় অজ্ঞাত নামা মামলা করলে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে ডাকাত সরদার সেলিম মিয়াকে সিংগাইর থেকে গ্রেফতার করে।

সেলিম ধামরাই থানার চৌঠাইল গ্রামের হেলার মিয়ার ছেলে। তার তথ্যের ভিত্তিতে গতরাতে বাকী ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ তাদের কোর্টে প্রেরন করা হয়েছে।

Scroll to Top