নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার (২৯ নভেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা শহরের মানিকগঞ্জ – হরিরামপুর আঞ্চলিক সড়কের আন্ধার মানিক এলাকায় এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিবের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।