আবিদ হাসান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ (হরিরামপুর-সিংগাইর-সদরের একাংশ) আসনে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল। তার সেই স্ট্যাটাসে ইতিবাচক সাড়াও মিলেছে।
সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল মানিকগঞ্জ ২ আসনের প্রয়াত সংসদ সদস্য সামসুদ্দির আহমেদ এর পুত্র, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্র, হরিরামপুর উপজেলার ভেলাবাদ গ্রামের সন্তান।
তার ফেসবুক স্ট্যাটাসে যেমনি ইতিবাচক সাড়া পেয়েছে, তেমনি জনগণের টাকায় নৌকার নমিনেশন ফরম কিনবেন বলে ফেসবুক স্ট্যাটাসের আহবানে তা পুরণও হয়ে গেছে, সেই টাকায় নৌকার নমিনেশনও কিনেছিলেন এই সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল। এছারাও সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের জন্য জেলা,উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতারাও কমেন্টসে,শুভেচ্ছা অভিনন্দন, প্রকাশ্যে কাজ করা, সহযোগিতাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় বিভিন্ন ইসুতে অতীতের মত তার পাশে থাকবেন বলেও পোষ্টের কমেন্টসে দেখা গেছে। কেউ কেউ আবার কবির লেখা লিখে চঞ্চলের লেখাগুলো শেয়ার করছেন ব্যাক্তিগত ওয়ালে।
এছারাও সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল তার ফেসবুক পোষ্টের মাধম্যে প্রশংসার জোয়ারে ভাসছেন তরুন এই নেতা। মাঠে,ঘাটে,দিনমজুর,শ্রমিক,চায়ের দোকানসহ অনেকেই এখন সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের আলোচনা ও প্রশংসায় প্রচারনাও চালাচ্ছেন।
সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের ফেসবুক স্ট্যাটাসে তিনি যা লিখেছেন, তা হুবহু দেয়া হলো- সাপোর্ট সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল ?
শুভেচ্ছা নিবেন। কয়েকজন সিনিয়র ভাই, বন্ধু ও ছোট ভাইদের চাপে এবং পরিবার ও এলাকার কয়েকজন বয়োজ্যেষ্ঠদের অনুপ্রেরণায় আমি সামনে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর আগে আমি নিজেকে একটু পরখ করে দেখবো । এই আবেদন করার জন্য ৫০ হাজার টাকা লাগবে, তা আমি আমার ১০০ জন শুভাকাঙ্ক্ষী থেকে চেয়ে নিতে চাই। জানি অনেকেই হয়তো পুরো টাকাটা দেয়ার সামর্থ্য ও আগ্রহ রাখেন। কিন্তু আমি ঠিক ৫০০ করেই চাচ্ছি। যদি আপনি এর বাইরে আরো কিছু করতে চান তবে আমার শুভাকাঙ্ক্ষীদের নিকট বার্তাটি পৌঁছে দিন। বিষয়টি সহজ ও সুন্দর ভাবে নিবেন প্লিজ । আমার প্রতি আপনাদের ভালোবাসা বজায় থাকুক, আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি, বিশ্বাস অটুট রাখতে পারি সেই দোয়া রাখবেন। আপনাদের সমর্থন , পরামর্শ ও সহযোগিতার জন্য কমেন্টে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন।
বি.দ্র – যদি ১০০ জনের সাপোর্ট পাই ২১ তারিখ সকাল ১১ টায় মনোনয়ন ফরম সংগ্রহ করবো ইনশাআল্লাহ। এই ষ্ট্যাটাস লিখতে দেখে আমার সহধর্মিণী ৫০০ টাকা দিয়ে বললো – এটা রাখো , ওতো চিন্তা কইরো না ! তাহলে আর ৯৯ জন বাকি । পুরন হয়ে গেলে জানিয়ে দেবো, তারপর না হয় সাপোর্ট দিবেন অন্য কোনো ভাবে , মানসিক সাপোর্ট বরাবরই চাই। যে কোনো সময় যে কোনো ধরনের প্রয়োজনে ডাকবেন, কারণ আমি রাজনীতি করি – মানুষের জন্য ই !
জয় বাংলা।
এরই মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্রে মানিকগঞ্জ ২ আসনে টানা দুইবারের নির্বাচিত নৌকার প্রতীক পান কন্ঠ শিল্পী মমতাজ বেগম।
পরিশেষে সাহাবুদ্দির আহমেদ চঞ্চল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবেন বলেও গোপন সুত্রে জানা গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোগগ্রহণ হবে ৭ জানুয়ারী। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত।