হরিরামপুর প্রতিনিধি: “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্যে মানিকগঞ্জের হরিরামপুরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাজহারুল হক উপস্থিত ছিলেন।
হরিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ গোলাম রাশেদ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, হরিরামপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহিদুল ইসলাম মাহি প্রমুখ বক্তব্য রাখেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, মাদকাশক্তি, বাল্য বিবাহ, সন্ত্রাসবিরোধী, যৌতুকবিরোধী কাজে যুবকদের ভূমিকা মূখ্য। যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলা অফিস থেকে নানা ধরনের প্রশিক্ষণ নিয়ে যুবকরা স্বাবলম্বী হচ্ছেন, তারা সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন। নারীরাও স্বাবলম্বী হচ্ছেন, সেই সাথে বাল্য বিবাহসহ যৌতুক বিরোধী কাজে অবদান রাখছেন।