মোঃ সাইফুল ইসলাম: মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের নবনির্মিত(৬ তলা) এ.এম সায়েদুর রহমান আধুনিক বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ঘিওর সরকারি কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিক এ ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।
এছাড়াও দুপুরে ৫ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলার বানিয়াজুরী এলাকায় মানিকগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাঈমুর রহমান দুর্জয়।
ঘিওর সরকারী কলেজের ৬ তলা ভবনটি নির্মাণ করতে নির্মান ব্যয় ধরা হয়েছিলো ৭ কোটি ৩১ লাখ টাকা।