মানিকগঞ্জে সোসাইটি অব জেনারেল সার্জন এর ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ডা: জিয়াউর রহমান সভাপতি ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডক্টর’স ওয়েলফেয়ার কমিটির সভাপতি ডা: আরিফুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার ( ১৪ নভেম্বর) দুপুরে সোসাইটির প্যাডে সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন, সহসভাপতি ডা: মেহতাব উদ্দিন তরুন,ডা: প্রশান্ত কুমার দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা: ফেরদৌস রায়হান, কোষাধ্যক্ষ ডা: আশরাফুল কবির,তথ্য বিষয়ক সম্পাদক ডা: খালিদ আব্বাস খান।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডক্টর’স ওয়েলফেয়ার কমিটির সভাপতি ও সোসাইটি অব জেনারেল সার্জন এর সাধারণ সম্পাদক ডা: আরিফুর রহমান বলেন, রোগীর সুচিকিৎস নিশ্চিত করনের লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানিকগঞ্জের সরকারি, বেসরকারি, পর্যায়ে চিকিৎসা সেবাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এই সোসাইটির মুল লক্ষ্য।