খাব্বাব হোসেন ত্বহা: রক্তদান সংগঠন বাঁধনের ২৬ বছর পূর্তি উপলক্ষে মানিকগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বেলা ১১ টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রঙ্গনে কেক কাটার মধ্যদিয়ে এ কর্মসূচির শুরু হয়।
দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি দীপক সুত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মোঃ রেজাউল করিম।
অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকমন্ডলী ও সাবেক বাধন সভাপতি নাহিদ মনির।
অনুষ্ঠানে বক্তারা বাধনের বিভিন্ন কর্মসূচির প্রসংশা ও আগামীর জন্য সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।