অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড 

সত্য সংবাদ ডেস্ক: এবারে বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাত ম্যাচে জয় পেয়েছিল মাত্র একটিতে। টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ইংলিশরা। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জস বাটলারের দল। 

বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে বেন স্টোকসের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংলিশরা।  ৮৪ বলে ১০৮ রান করেন স্টোকস। এছাড়া ডেভিড মালান করেন ৭৪ বলে ৮৭ রান।

৩৪০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ডাচরা। মাত্র ১৩ রানে জোড়া উইকেট হারায় তারা।এরপর উইসলি বারসি ও সাইব্রান্ড এঙ্গেল্বার্ট মিলে ৫৫ রানে জুটি গড়ে শুরু ধাক্কা সামাল দেন। তবে দলীয় ৬৮ রানে ৬২ বলে ৩৭ রান করে আউট হন বারসি। এরপর ৩৬ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। তবে স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানারু মিলে ৫৯ রানের জুটি গড়েন।

তবে দলীয় ১৬৩ রানে ৪২ বলে ৩৮ রান করে এডওয়ার্ডস আউট হলে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ডাচদের ব্যাটিং লাইন। 

আর ১৬ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ৩৭ ওভার ২ বলে ১৭৯ রানে অলআউট হয় ডাচরা। ইংলিশদের পক্ষে মইন আলি ও আদিল রশিদ নেন ৩টি করে উইকেট।

Scroll to Top