ঘিওরে বঙ্গবন্ধু পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু পরিষদ

ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা জনতা ও তরুণ প্রজন্মের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে ঘিওর ডি.এন পাইলট উচ্চ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বঙ্গবন্ধু পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম পিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, সম্প্রীতির বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আলী শিকদার, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারমান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু প্রমূখ।

এছাড়াও সমাবেশে অংশ নেয় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Scroll to Top