স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলার স্বপ্নের দেশ দিয়ে গেছে। আর সেই দেশে সংবিধানের বাইরে গিয়ে আন্দোলনের নামে গাড়ি পোড়ানো হচ্ছে, পুলিশ হত্যা করা হচ্ছে, নৈরাজ্য চালাচ্ছে বিএনপি জামাত। বঙ্গবন্ধু শান্তির লক্ষে সবসময় জনগনের কথা চিন্তা করেছে। সেই আদর্শে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
আজ মঙ্গলবার ( ৭ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজ মাঠে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় বাঙালির স্বপ্নসারথি শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রাম সব দলেরই একটি গণতান্ত্রিক অধিকার। আর সেই আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে দেশের মানুষের শান্তি নস্ট করবেন এটা কাম্য নয়।
মানিকগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ মো. আবদুর রউফ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শচীন্দ্রনাথ মিত্র, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, আদর্শ ডিগ্রি কলেজ খাবাশপুরের সহকারী অধ্যাপক এবং বিশিষ্ট লেখক ও গবেষক ড. মহিউদ্দিন জাহাঙ্গীর,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীগের অন্যতম সদস্য এনামুল হক রুবেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।