প্রেমের টানে মহিলা মেম্বারকে নিয়ে উধাও পুরুষ মেম্বার

প্রেমের টানে মহিলা মেম্বারকে নিয়ে উধাও পুরুষ মেম্বার

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে এক নারী ইউপি মেম্বার অন্য ইউপি মেম্বারে  সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। তারা দুজনই রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার  মো. সাদ্দাম মোল্লার সাথে একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার  নাজমা আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে নাজমার সাথে তার স্বামী ইছাক মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় নাজমা তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরেরদিন রোববার (২ জুলাই) সবাইকে থানায় ডাকলে নাজমা বেগম বাদে সবাই উপস্থিত হয়। নাজমা অনুপস্থিত থাকায় ইছাক মিয়া বাড়ি ফিরে দেখেন নাজমা বাড়িতে নেই। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে ইউপি মেম্বার মো. সাদ্দাম হোসেনও এলাকায় নেই। তার মোবাইলে কল দিলেও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নাজমার স্বামী হরিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নাজমার স্বামী ইছাক মিয়া বলেন, সাদ্দামের সাথে আমার স্ত্রীকে চলাফেরা করতে নিষেধ করলেও তিনি সেটা কখনো মানেনি। আমাদের ১৪ বছরের সংসার। আমাদের দুইটি ছেলে সন্তান আছে। নাজমা বাড়ি থেকে যাওয়ার সময় এক লাখ ত্রিশ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে। ঘটনার পর থেকে সাদ্দামও নিখোঁজ। আমরা ধারণা করছি নাজমা তার সাথেই সে পালিয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। তাদের দুজনের মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। এ ব্যাপারটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।  

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানান, এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আইন অনুযায়ী দুই ইউপি সদস্যকে শোকজ করা হবে। শোকজের সঠিক জবাব না দিলে পরবর্তীতে তাদের বহিষ্কার করা হতে পারে।

Scroll to Top