মানিকগঞ্জ পৌরসভায় অনুদানের চেক বিতরন কর্মসুচি পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জাতীয় সমাজ কল্যান পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বিশেষ অনুদান হতে মানিকগঞ্জ পৌরসভায় বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়েছে। শনিবার(১৪ অক্টোবর) বেলা ১২ টায় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সানয়ারুল হক, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব সাহা, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও তছলিম হৃদয় প্রমুখ।

অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, বর্তমান সময়ে আমাদের গড় আয় ৫ গুন বৃদ্ধি পেয়েছে। আয়ের সাথে সাথে আয়ুও বৃদ্ধি পেয়েছে। আয়ু বৃদ্ধির জন্য স্বাস্থ্য সেবার অবদান অনেক। আগে অবকাঠামোগত উন্নয়ন ছিলো না। এখন অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। স্কুল-কলেজ-মাদ্রাসায় অনেক পাকা ভবন তৈরী হয়েছে। এই সবই বর্তমান সরকারের অবদান।
বক্তব্যের এক পর্যায়ে জাহিদ মালেক বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের সময়ে বাংলাভাই এর উত্থান হয়েছে, লুটপাট হয়েছে। এসময় নির্বাচনকালীন সময়ে সতর্ক অবস্থানে থাকার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী। বক্তব্য শেষে জাহিদ মালেক সকলকে ডেঙ্গু বিষয়ে বিশেষ গুরুত্বারোপ ও সচেতন থাকতে বলেন।

অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অতিথিদের বক্তব্য শেষে তালিকাভুক্তদের নিকট পৌরসভায় বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়।

Scroll to Top