মানিকগঞ্জের সাটুরিয়ায় আ’লীগের নির্বাচন পূর্ববর্তী সভা

সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের নির্বাচন পূর্ববর্তী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১৩ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়ার গিরিশ ইন্সটিটিউশন মাঠে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফসহ আরও অনেকে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে ইউরোপের ধরনা ধরছে। তারা ক্ষমতায় থাকাকালে মানুষের মৌলিক চাহিদা পূরনে ব্যার্থ হয়েছিল। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির কোন নেতা নেই, নেতৃত্বহীন দল। তাদের নেতা লন্ডনে বসে থাকেন। সামনের নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। ভূল করলেই দেশে গণতন্ত্র থাকবে না, একবার ভুল করেছিলেন, কমিনিটি হাসপাতাল বন্ধ করে দিয়েছিল। বিদ্যুৎ এর লুটপাট হবে। আমাদের ছেলেমেয়েরা বোমা হামলায় পড়বে। সকল উন্নয়ন বন্ধ করে দিবে। আসন্ন নির্বাচন উপলক্ষে যে কমিটি করা হয়েছে, তারা এখন থেকে একযোগে কাজ শুরু করেন। আমরা বিগত বছরে যে উন্নয়ন করেছি, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠন একযোগে কাজ করলে, আগামী নির্বাচনে আমাদের কেউ হারাতে পারবে না।

সভায় নির্বাচন কেন্দ্র কমিটির নেতাকর্মীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

Scroll to Top