মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু 

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু 

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য নিশ্চিত করেছেন। 

নিহত মোঃ রাতুল(১৮), মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্নদিয়া গ্রামের আবুল কালামের ছেলে। 

ওসি বলেন, রাতুল বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকার নয়ন মোল্লার বাড়িতে ইলেকট্রিক্যাল এর কাজ করতে এসে শর্ক সার্কিট লেগে আহত হয়। পরে স্থানীয়রা হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। তারপরও পরিবারের লোকজন মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকও মৃত ঘোষণা করেন। মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। 

Scroll to Top