মানিকগঞ্জে পেটে গজ রেখেই সেলাই, মৃত্যু শয্যায় রোগী

মানিকগঞ্জে পেটে গজ রেখেই সেলাই, মৃত্যু শয্যায় রোগী

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জে জরায়ু অপারেশনের সময় পেটে মপ (রক্ত পরিষ্কারের তুলা জাতীয় বড় আকৃতির কাপড়) রেখে সেলাই করায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রেহানা আক্তার (৩৫) নামের এক নারী।  তিনি বর্তমানে মানিকগঞ্জের বেসরকারি প্রতিষ্ঠান মেডিল্যাব জেনারেল হাসপাতালে ডাক্তার আরিফুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। গতকাল রোববার অপারেশনের পর পেটে মপ থাকার বিষয়টি জানতে পারেন ডাক্তার আরিফুর রহমান।

ভুক্তভোগী রেহানা আক্তার শিবালয় উপজেলার নয়াবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২ জুলাই মানিকগঞ্জ শহরে অবস্থিত সিটি হাসপাতালে রেহানা আক্তারের জরায়ু অপারেশন করেন ডাক্তার এমদাদ। অপারেশনের সময় পেটে মপ রেখে সেলাই করা হয়। সাতদিন পর ড্রেসিং করে সেলাই কেটে দেয়া হয়। কিন্তু দিন যতো যেতে থাকে রোগীর অবস্থা ততো খারাপ হতে থাকে। যন্ত্রণার পাশাপাশি পেট ফুলে উঠে।

ডাক্তার আরিফুর রহমান জানান, রোগীকে যখন আমার কাছে আনা হয়, তখন অবস্থা খুব খারাপ ছিল। আমি কিছু পরীক্ষা-নিরীক্ষা করাই। আল্টাসনোগ্রাফি করার পর পেটে বড় আকৃতির কিছু একটা দেখা যাচ্ছিল। কিন্তু বোঝা যাচ্ছিল না সেটা কি টিউমার নাকি অন্য কিছু। তখন আমি রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে অপারেশন করি।

ডাক্তার আরিফুর রহমান আরও জানান,  অপারেশনের সময় দেখা যায় পেটে মপ রয়েছে। পেটে নারী-ভুরি পঁচে গেছে। প্রচুর পুঁজ বের হয়েছে। অনেক জটিলতা থাকা সত্ত্বেও অপারেশন সফলভাবে করা হয়।

অপারেশনের সময় রোগীর পেটে মপ রেখে সেলাই করার বিষয়ে জানতে চাইলে ডাক্তার এমদাদ বলেন, কোন রোগীর ক্ষেত্রে এমন হয়েছে তা আমি মনে করতে পারছি না। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে জানানোর কথা বলেন তিনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কিছু জানাননি।

সিটি হাসপাতালের মালিক দেলোয়ার হোসেন বলেন, গত ২ জুলাই ১৯ হাজার টাকা কন্টাক্টে রেহেনা আক্তারের জরায়ু অপারেশন করা হয়। ডাক্তার এমদাদ ওই অপারেশন করেন। সাতদিন পর ড্রেসিং করে সেলাই কেটে দেয়া হয়। রোগীকে বলা হয়, এরপরও যদি কোন সমস্যা হয় (অনেক ক্ষেত্রে ইনফেকশন হয়) তাহলে আমাদের জানাবেন। আমরা চিকিৎসা করে দেব। অপারেশনে কোন ভুল বা অবহেলা হলে সে দায় ডাক্তারের, হাসপাতালের নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, ঘটনাটি আপনার মাধ্যমেই জানতে পারলাম। এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Scroll to Top