মানিকগঞ্জে ৭ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

মানিকগঞ্জে ৭ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

অভি হাসান দেওয়ান:মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ লক্ষ টাকার হেরোইনসহ  দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার বেলা ৩ টার দিকে চর হিজুলী গ্রামের রানা বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে পাঁকা রাস্তার থেকে  আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আল আমিন ওরফে আলো বিশ্বাস (২৫) সদর উপজেলার চর হিজুলী গ্রামের নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে এবং মোঃ সুমন মৃধা (২২) পাঞ্জনখাড়া গ্রামের আবুল কালাম মৃধা ছেলে। 

ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মানিকগঞ্জ ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) আবুল কালাম এর তত্ত্বাবধানে ডিবি পুলিশ মানিকগঞ্জ এর একটি দল এসআই (নিঃ) বখতিয়ার হোসেনের নেতৃত্বে  আল আমিন ও সুমন মৃধাকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের  কাছ থেকে ৭০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।

আসামি আল আমিন এবং সুমন মৃধা বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও ডিবির পক্ষ থেকে জানানো হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, ডিবি পুলিশের অভিযান চালিয়ে হিরোইন সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আসামি আল আমিন এবং  সুমন মৃধার নামে মানিকগঞ্জ সদর থানায় ১ টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Scroll to Top