অভি হাসান দেওয়ান:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়ের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩আগস্ট),দুপুর ১২ টায় মানিকগঞ্জ বিএনপির বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে।
গতবুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। আইনের দৃষ্টিতে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয় ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।
মামলায় তারেক জোবাইদাকে দেওয়া সাজার প্রতিবাদে মডেল হাই স্কুলের মাঠ থেকে কটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা’র দিকনির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.মো. জিন্নাহ খানের সঞ্চালনায় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহাম্মেদ কবির, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, এ্যাড.মোঃ রকিবুর রহমান(রাকিব), জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সজিব।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান যদি বিএনপির নেতৃত্ব ধরে রাখে, তাহলে এই সরকার বাকশাল কায়েম করতে পারবে না । এই জন্যই তারেক রহমানকে এতো ভয় পায় তাই তাকে রুখতে মিথ্যা মামলায় সাজা ঘোষনা করেছে এই সরকার। যে রায় দেওয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এই রায় আমরা মানি না, মানবোনা, এই রায় বাতিল না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বোনা বলেও হুশিয়ারী দেন বক্তারা।