অভি হাসান দেওয়ান:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার রায় ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার অবৈধ সম্পদের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তাঁর স্ত্রী জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত।
রায়ের প্রতিবাদে শহরের মডেল স্কুল থেকে শুরু করে বান্দুটিয়া বাজারে যেয়ে মিছিল করে সংক্ষিপ্ত প্রতিবাদের মধ্যে দিয়ে শেষ হয়।
বুধবার (২ আগস্ট) বিকেল ৪ টায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা দিকনির্দেশনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সারের সভাপতিত্বে মিছিলে অংশগ্রহণ করেন,দপ্তর সম্পাদক এড. আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক শামীম আল মামুন, যুব বিষয়ক সম্পদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহাম্মেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. মো. জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুল,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সজিবসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
ভিডিও দেখতে ক্লিক করুন https://fb.watch/ma7Xk2T54N/