মাহিদুল ইসলাম মাহি: মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে দেশিয় মদ পানে অসুস্থ হয়ে দুই যুবক নিহত হয়েছে।
শনিবার রাতে মুন্নু মেডিকেল কলেজে দীপু সরকার (২৯) ও মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রসেনজিৎ সরকার (২১) নামের ওই দুই যুবক মারা যান
হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দীপু গাজিপুর জেলার ভাওয়াল কলেজ মএলাকার সতীশ সরকারের ছেলে এবং প্রসেনজিৎ সরকার হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া
গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে। প্রশেনজিৎ, দীপুর বড় বোনের ছেলে। প্রসেনজিৎ এর মা ও বাবা নেই।
স্থানীয়রা জানান, সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মামাতো বোনের বিয়েতে আসেন দীপু সরকার। শুক্রবার মধ্য রাতে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠানে দেশিয় মদ পান করে কয়েকজন যুবক। শনিবার সকালের দিকে অসুস্থ হয়ে যায় দীপু ও প্রসেনজিৎ। পরে শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎ কে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে অবস্থা গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসক মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে। পরে স্থানীয়রা মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রসেনজিৎ এর মৃত্যু হয়।
এদিকে দীপু সরকারকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দীপুকে মৃত ঘোষণা করে।
দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী জানান” তার বোনের বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে গায়ে হলুদে শুক্রবার মধ্যরাতে কয়েকজন মিলে দেশিয় তরল কিছু (মদ) খেলে ৬-৭ জন অসুস্থ হয়ে পড়ে। দীপু ও তার ভাগনে প্রসেনজিৎ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়ে। পরে গতকাল সন্ধ্যায় প্রসেনজিৎ কে হরিরামপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রসেনজিৎ এর মৃত্যু হয়। আর দীপুকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। দীপুুকে গতকাল রাতে হরিরামপুর বলড়া শশানে দাহ করা হয়েছে। আর প্রসেনজিৎ
এর মরদেহ এখনো মানিকগঞ্জ মর্গে রয়েছে।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন বলেন, শনিবার প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া আসা হয়। আমরা সাথে সাথে চেক-আপ করে তার পালস পাচ্ছিলামনা । পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে দেই। দেশিয় মদ পানে মৃত্যু কিনা এ বিষয়ে জানতে চাইলে বলেন, সে সম্পর্কে আমি কিছু বলতে পারছিনা।
মানিকগঞ্জ সদর থানা ওসি হাবিল হোসেন জানান, প্রসেনজিৎ এর সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে।
স্থানীয়দের বরাতে হরিরামপুর থানা ওসি (তদন্ত) মুজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ সদর থানা এরিয়ার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে মদপানে দুজন মারা গেছে। এরমধ্যে একজন হরিরামপুরের। আরেকজন গাজীপুরের। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।