মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিতু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের মো. চানু মিয়ার ছেলে। তিনি মাইক্রোবাসের যাত্রী ও পেশায় গাড়ির চালক ছিলেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ডিফেন্সের উপ সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে আটকে চালক ও তার সাথে থাকা আরো একজনকে উদ্ধার করা হয়। আমরা গুরুতর আহত অবস্থায় দুইজন ও আহত অবস্থায় সাতজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন জানান, এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পর মাইক্রোবাসে থাকা মিতু মিয়ার মৃত্যু হয়। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাস ও মাইক্রোবাসকে জব্দ করা হয়েছে।