৪র্থ দিন পরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফেরি যানবাহন ও নিখোঁজ ইন্জিন মাস্টার

৪র্থ দিন পরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফেরি যানবাহন ও নিখোঁজ ইন্জিন মাস্টার

সত্য সংবাদ ডেক্স: আজ শনিবার (২০ জানুয়ারি) সারাদিন ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা ও যানবাহন উদ্ধার কাজ শুরু চলেছে। সকাল থেকেই পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে উদ্ধার কাজে যোগ দিয়েছে উদ্ধাকারী জাহাজ প্রত্যয়।

তবে ফেরি ডুবির ঘটনায় ৪ দিন পেরিয়ে গেলেও ৯টি ট্রাকের মধ্যে থেকে কেবল মাত্র ৩টি ট্রাক তীরে তোলা হলেও উদ্ধার হয়নি বাকী ৬টি ট্রাক। খোঁজ মেলেনি নিখোঁজ ফেরির সহাকারী ইঞ্জিন মাস্টার হুমায়ন কবিরের।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবাহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধার অভিযানে উদ্ধারকারী তিনটি জাহাজ এবং নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। ডুবন্ত ফেরি রজনীগন্ধাসহ ৯টি যানবাহনের মধ্যে তিনটি পণ্যবাহী যানবাহন উদ্ধার করা হয়েছে। ফেরিসহ বাকি যানবাহন উদ্ধারের কাজ চলমান আছে বলেও তিনি জানান।

বিআইডব্লিউ এর অতিরিক্ত পরিচালক আব্দুর রহমান জানান, নদীর নিচের দিকে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ একটু সময় লাগছে, তবে আমরা ফেরিটিকে জাগাতে লোলিংএর কাজ চিারিয়ে যাচ্ছি অলরেডি ডু্বে যাওয়া ফেরিটির এক প্রান্তে কেবল বাধা সম্পূর্ণ করেছি। আরেক প্রান্তে বাধার কাজ চলছে হয়তো বাধা শেষ হলেই আমরা ফেরিটি হয়তো উদ্ধার করতে সক্ষম হবো বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসার ফেরি রজনীগন্ধা পাটুরিয়ার অদূরে এসে ৯টি যানবাহনসহ ২১জন ব্যক্তি নিয়ে পানিতে ডুবে যায়।

Scroll to Top