মানিকগঞ্জে শীতার্তদের মাঝে আ’লীগ নেতা আপেলের কম্বল বিতরণ

মানিকগঞ্জে শীতার্তদের মাঝে আ'লীগ নেতা আপেলের কম্বল বিতরণ

খাব্বাব হোসেন ত্বহা: মানিকগঞ্জে অসহায়-দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকায় প্রায় দেড় শতাধিক অসহায় দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।

আপেল বলেন, আমরা মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র প্রদান করেছি। পর্যায়ক্রমে সব ওয়ার্ডেই আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। রিক্সা ওয়ালা, ভ্যান ওয়ালাদের দেখার কেউ নেই। তারা অনেক কষ্ট করে। আমি তাদের পাশে দাড়াতে চাই।

Scroll to Top