পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায়, নিখোঁজ ১, উদ্ধার কাভার্ড ভ্যান-ট্রাক

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায়, নিখোঁজ ১, উদ্ধার কাভার্ড ভ্যান-ট্রাক

আর মাহমূদ: মানিকগ‌ঞ্জের পদ্মায় পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার ও একজন নিখোঁজ থাকলেও বিকেল সাড়ে ৪টায় একটি কাভার্ড ভ্যান ও রাত ৮টার দিকে একটি ট্রাক উদ্ধার করেন উদ্ধারকারী জাহাজ হামজা এবং তাকে সহায়তা করেন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ডুবুরিদল।

বুধবার ((১৭ জানুয়া‌রি)) সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে ফেরীর তলা ফেটে বা ছিদ্র দিয়ে পানি ডুকে ফেরীটি ডুবে যায়।

ফায়ার সা‌র্ভিসের আ‌নোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ডুবে যাওয়া ফেরিটিতে মোট নয়টি ট্রাক ছিলো বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

এরআগে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টা থেকে নৌরুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নদীতে আটকে যায় রজনীগন্ধা।

আ‌নোয়ারুল ইসলাম ব‌লেন, সকাল ৮ টা ১৬ মি‌নিটে আমরা খবর পাই মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে গে‌ছে। প‌রে ৮ টা ২৩ মি‌নি‌টে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে।

এছাড়া রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছে ব‌লেও জানান তি‌নি।

তি‌নি ব‌লেন, এখন পর্যন্ত ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন এবং বাকী সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক সালেহ উদ্দিন জানান, দৌলতদিয়া থেকে রজনীগন্ধা ফেরিটি নয়টি যানবাহন নিয়ে সোয়া আটটার দিকে ডুবে যায়। আমরা বিআইডব্লিউটিসির কাছ থেকে যেটা জানতে পেরেছি উদ্ধারকারী জাহাজ হামজা আসছে এবং উদ্ধারকারী জাহাজ রুস্তম রওনা হয়েছে ফেরিটি উদ্ধার করার জন্য।

Scroll to Top