খাব্বাব হোসেন ত্বহা: তীব্র শীতে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে মানিকগঞ্জের একটি সেচ্ছাসেবী দল।
বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) দেশের বিভিন্নস্থানে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করেন তারা।
স্বেচ্ছাসেবী আরবাজ রুমান ,মাহফুজ, অনিক, আহাদ, রবিউল, আলামিন, আরাফাতসহ আরো কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়
স্বেচ্ছাসেবী মাহফুজ বলেন “আমরা কয়েকজন শিক্ষার্থী মিলে এই উদ্যোগটি নিয়েছি। এই তীব্র শীতে নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের অসহায় মানুষদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। আমাদের এই উদ্যোগে আমরা মানিকগঞ্জ জেলার ২ টি দূর্গম চর ও সিরাজগঞ্জের কিছু এলাকায় অসহায় শীতার্ত প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এ কম্বলগুলো তুলে দেই। আমাদের পরিচিত বন্ধুবান্ধব এবং আমাদের আশেপাশে কিছু পরিচিত মানুষদের আর্থিক সহযোগিতায় আমরা এই কার্যক্রম টি করতে পেরেছি আলহামদুলিল্লাহ।”
স্বেচ্ছাসেবীদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাইট টক বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সভাপতি ফাহাদ আহমেদ আসিফ বলেন “স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মাঝে মধ্যে আমরা মানবাধিকার নিয়ে কাজ করি। দুচোখে অনেক অসহায় মানুষ দেখি। সামর্থ্য অনুযায়ী সাহায্য করি। স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম নিশ্চয়ই সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করবে। মানুষ মানুষের প্রতি ভালোবাসা জন্মাবে। আমি তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই”।