পাংশা ও কালুখালী উপজেলায় নৌকার পক্ষে মিতুল হাকিমের গণসংযোগ

মোহাম্মদ ইউসুফ মিয়া রাজবাড়ী প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২-আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কা প্রতীকের প্রার্থী রাজবাড়ী-২-আসনের ৪ বার সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নৌকা মার্কা প্রতীক নিয়ে মাঠে ঘাটে গণসংযোগ ও পথসভা করেন তার সুযোগ্য পুত্র ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম।

প্রথমে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে জাগীর কয়া নতুন বাজার,বয়রাট গ্রামে এবং স্থানীয় পুইজোর বাজারে নির্বাচনী গণসংযোগ করেন আশিক মাহমুদ মিতুল।

নৌকার প্রার্থী তার পিতার রাজবাড়ী-২-আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পক্ষে সকলের কাছে ভোট চেয়ে বক্তব্য প্রদান করেন আশিক মাহমুদ মিতুল হাকিম।
এসময়ে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাস,পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাট্টা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব(মুনা বিশ্বাস)পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ স্থানীয় আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলীয়া বাজারে নৌকার পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে গণসংযোগ করেন।
আশিক মাহমুদ মিতুল হাকিমের নির্বাচনী গণসংযোগে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের আমেজ সৃষ্টি হয়।
স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে নৌকার পক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল,কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান টিটো চৌধুরী,কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের,মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা ও মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বক্তব্য রাখেন। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমকে একনজর দেখতে ঔ ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নারী পুরুষসহ শিশুদের ঢল এই নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন।

Scroll to Top