মানিকগঞ্জে আ’লীগ নেতাকর্মীদের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ সংসদীয় আসনে কাঙখিতদের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্তিতে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দরা।

আজ রবিবার সন্ধ্যায় আওয়ামীলীগের জেলা কার্যালয় থেকে এই মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রফিক চত্ত্বরে এসে শেষ হয়। 

এসময় নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনে এডভোকেট আব্দুস সালাম, ২ আসনে মমতাজ বেগম ও ৩ আসনে জাহিদ মালেক স্বপনকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

Scroll to Top