হরিরামপুর চরাঞ্চলে শফিউল আরেফিন টুটুলের গণসংযোগ

হরিরামপুর চরাঞ্চলে শফিউল আরেফিন টুটুলের গণসংযোগ

আবিদহাসান, হরিরামপুর: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কায় ভোট চেয়ে মানিকগঞ্জের হরিরামপুর চরাঞ্চলে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং গণ সংযোগ ও জনসভা করেছে মানিকগঞ্জ ২ আসনের নৌকার মনোনয়ন প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুল।

১৪ই নভেম্বর মঙ্গলবার, সারাদিন ব্যাপী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে নটাখোলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। চরাঞ্চলের বিভিন্ন স্থানে লোকজনের সাথে পথসভা এবং ইউনিয়নের নতুন হাট নামক বাজারে বিকেলে জনসভায় বক্তব্য প্রদান করেন।

১৪ই নভেম্বর মঙ্গলবার, সারাদিন ব্যাপী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে নটাখোলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। চরাঞ্চলের বিভিন্ন স্থানে লোকজনের সাথে পথসভা এবং ইউনিয়নের নতুন হাট নামক বাজারে বিকেলে জনসভায় বক্তব্য প্রদান করেন।

জনসভায় বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, লেছড়াগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমাস হোসেন মাতুব্বর, বয়ড়া ইউপি ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য মীর মাহমুদ হাসানসহ সিংগাইর উপজেলার আওয়ামী নেতুবৃন্দ।

উল্লেখ্য যে, জনসংযোগের বিভিন্ন স্থানে ক্রীড়া সামগ্রী প্রদান করেন দেওয়ান সফিউল আরেফিন টুটুল। তিনি জাতীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক জাতীয় ফুটবলার, সাবেক পরিচালক ও যুগ্ন সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Scroll to Top