স্টাফ রিপোর্টার: “ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
আজ সকাল ৯ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রেহেনা আকতার, সহ-সভাপতি নীনা রহমান, সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মেয়র মোঃ রমজান আলী, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, বশীর রেজা, আরশেদ আলী বিশ্বাস, আব্দুস সালাম, আবু বকর সিদ্দিক খান তুষার প্রমুখ।