নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে শীতের আগাম সবজি বাজারে আসায় সবজির বাজারে ক্রেতাদের মাঝে ফিরছে স্বস্থি । বেশীর ভাগ সবজির দাম নাগালে আসতে শুরু করায় ক্রেতাদের মাঝে এ স্বস্থি ফিরছে । সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে ।
জেলার ৭টি উপজেলার বিভিন্ন বাজারে দেখা যায় ফুলকপি,বাঁধাকপি,মূলা,শিম,বরবটী,আলু,বেগুন ইত্যাদি বাজারে আসতে শুরু করেছে । এতে প্রতি কেজি সবজির দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা । প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে পিঁয়াজ-রসুনের দামও । সবচেয়ে বেশী প্রতি কেজি কাঁচা মরিচে ১২০/১৪০ টাকা কমেছে । বর্তমানে এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০/১২০ টাকা ।
বর্তমানে বিভিন্ন বাজারে প্রতি কেজি ফুলকপি বিক্রয় হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা, আগে ছিল প্রতি কেজি ৭০/৮০ টাকা । প্রতি কেজি বাঁধাকপির বর্তমান মূল্য ৫০/৫৫ টাকা, পূর্বে এক কেজি বাঁধাকপির দাম ছিল ৭৫/৮০ টাকা । এখন এক কেজি বেগুনের দাম ৩০/৪০ টাকা, আগে ১কেজি বেগুনের মূল্য ছিল ৭৫/৮০ টাকা । বর্তমানে এক কেজি করলার খুচরা বাজার মূল্য ৫০/৬০ টাকা, আগে এক কেজি করলার দাম ছিল ৮০/৯০ টাকা । প্রতি কেজি দেশী পিঁয়াজের বাজার মূল্য ৮০ টাকা,আগে এক কেজি পিঁয়াজের খুচরা দাম ছিল ১২০/১৩০ টাকা । এক কেজি ভারতের পিঁয়াজের বর্তমান বাজার দর ৬৫/৭০ টাকা, আর আগে এক কেজি ভরতের পিঁয়াজের মূল্য ছিল ৮০/৯০ টাকা ।
শিবালয়ের ফুলকপি ও বাঁধাকপি চাষী শ্যাম দাস জানান তিনি এবার ৪৫ শতাংশ জমিতে কপি আবাদ করেছেন । আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভাল । বাজারে ভাল দাম থাকায় খুশী সে । এরূপ দাম ও আবহাওয়া অনুকূলে থাকলে তিনি এক লক্ষ টাকার বেশী টাকার কপি বিক্রয় করতে পারবেন বলে মনে করছেন । ইতিমধ্যে তিনি ২৭ হাজার টাকার কপি বিক্রি করেছেন ।
সবজির বিক্রেতা বাবুলাল সাহা জানান, শীতের আগাম সবজির আসায় বাজারে এর দাম অনেক কমেছে । প্রতি কেজি সবজির দাম কমেছে ৩০/৪০ টাকা । আমরা যখন যে দামে ক্রয় করি কিছু লাভে বিক্রি করি ।
সবজির ক্রেতা হেলাল উদ্দিন জানান আলু ও পেঁপে ছাড়া আগে প্রতি কেজি যেকোন সবজির দাম ছিল ৬০ টাকা থেকে ১০০ টাকা । শীতের আগাম সবজির বাজারে আসায় এর দাম প্রতি কেজিতে কমেছে ৩০/৪০ টাকা । এখন আলু ও পেঁপে ছাড়া এক কেজি সবজির বিক্রয় হচ্ছে ৩০/৬০ টাকায় ।
মানিকগঞ্জ জেলা ক্যাব সভাপতি ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু জানান কয়েক দিন আগেও সবজির বাজার ছিল অস্থির । সবজির দাম ছিল দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে । তবে শীতের আগাম সবজির বাজারে আসায় সবজির দাম কমে এসেছে, সবজির বাজারে ফিরছে স্বস্থি ।