পাটুরিয়া ঘাট বাসটার্মিনাল যাত্রী পরিবহন মালিক সমিতির সভাপতি অনিক, সম্পাদক আপেল

শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট বাসটার্মিনাল যাত্রী পরিবহন মালিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে । কমিটিতে আরুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম মুনতাকিম রহমান খান অনিককে সভাপতি ও আপেল মুন্সিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি বাবুল সরকার এ কমিটির অনুমোদন দেন।

নবনির্বাচিত সভাপতি মোনায়েম মুনতাকিম রহমান খান অনিক বলেন, পরিবহন মালিক সমিতি ও যাত্রীদের কল্যাণে আমি নিরলসভাবে আমার দায়িত্ব পালন করবো। পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন খাতে কোন ধরনের অনিয়ম হতে দেয়া হবে না। চাঁদাবাজি আর অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার থেকে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো।

এদিকে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ক্লিন ইমেজ সম্পন্ন তরুণ ইউপি চেয়ারম্যান অনিক সভাপতি নির্বাচিত হওয়ায় আন্ত:জেলা পরিবহন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগন নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য , এর আগে পূর্বের কমিটির সভাপতির বিরুদ্ধে সরকার বিরোধী কার্যক্রম ও চাঁদাবাজী সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় কমিটি বিলুপ্ত করা হয়।

Scroll to Top