হরিরামপুর প্রতিনিধি : বিএনপি-জামায়াতের দ্বিতীয় ধাপের ডাকা দুই দিনের অবরোধের বিরুদ্ধে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
৬ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলার ঝিটকা বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল বের করে।
এর আগে অবরোধের বিরুদ্ধে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মোল্লার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটের সামনে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
সভায় বক্তৃতারা দাবি করেন, বিএনপি-জামায়াত হরতাল অবরোধ ডেকে দেশের জনগণের যারা যানমালের ক্ষতি করছে। তারা অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করছে। তাদের হাত থেকে রেহায় পাচ্ছেন না সাংবাদিকেরাও। বিএনপি জামায়াতের সকল নৈরাজ্যের প্রতিবাদ জানাই। জনগণ তাদের হরতাল অবরোধকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।