সত্য সংবাদ ডেস্ক: বিএনপির ডাকা দ্বিতীয় বারের অবরোধের আজ প্রথম দিন। অবরোধের কারনে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট আজ অনেকটাই ফাঁকা রয়েছে। দূরপাল্লার পরিবহণ চলাচল না করায় ঘাট এলাকায় চাপ নেই একদম।
মাঝে মা পণ্যবাহী পরিবহণ, প্রাইভেটকার, মোটর সাইকেল পারাপার হচ্ছে ফেরিগুলোতে।
অপরদিকে লঞ্চ চলাচাল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা থুবই নগন্য। যানাবহণ ও যাত্রী কম থাকায় বিপাকে পড়েছে ঘাট কেন্দ্রীক নিম্ন আয়ের ব্যবসায়ীরা।
তাদের সাথে আজ (রবিবার) সকালের দিকে এই প্রতিবেদকের কথা হলে তারা কয়েকজন জানায়, হরতাল অবরোধে আমাদের জীবন যাত্রা ব্যহত হচ্ছে। আমারা সারাদিন হকারী ব্যবসা করে বাজার নিয়ে বাড়ী ফিরে রান্না করে খাই। এতো বছর পরে আবার শুরু হয়েছে হরতাল অবরোধ। এ থেকে আমরা পরিত্রাণ চাই।
এ ছাড়া মানিকগঞ্জে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি অবরোধ ডেকে মাঠে না থাকলেও শান্তি পূর্ণভাবেই পালিত হচ্ছে এই অবরোধ কর্মসূচী।