নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বিএনপি নেতাকর্মীদের সমাবেশে হামলায় নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরে পারভেজের কবরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি ও মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল আলম প্রিন্স, সাধারণ সম্পাদক আল মামুন, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মামুন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজিম উদ্দিন লিটন, ফিরোজ আহমেদ সুজন, শাহীন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ রেজা, মাহফুজুর রহমান, দপ্তর সমন্বয়ক মুহাম্মদ নূর আলম সরদার, মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সোহেল রানা, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক আল ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।